সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৪, ২০২৩
০৫:১৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২৩
০৬:১৪ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামে ছালেখা বেগমের (৫০) গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের মেয়ে তাসলিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বালুচার গ্রামের এমরান আহমদ ও নাজিম উদ্দিন। তবে হত্যার কারণ এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ।
মামলা দায়ের ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।
গতকাল সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশীরা তাঁকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভেতরে উঁকি দিলে ঘরের মেঝেতে ছালেখার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘এমরান ও নাজিম নামে দুজনকে আটক করেছি। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’
ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার ছালেখার লাশ দাফন করা হবে বলে তিনি জানান।
এএফ/০২