কোম্পানীগঞ্জে বসতঘরে নারীর গলাকাটা মরদেহ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৩, ২০২৩
০৪:৫৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২৩
০৫:২৩ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে বসতঘরে নারীর গলাকাটা মরদেহ


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে এক ছালেখা বেগম (৫২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলার দয়ারবাজার এলাকার বালুচর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

ছালেহা বালুচর গ্রামের আব্দুর রউফের স্ত্রী। তাদের ৪ মেয়ে ও ২ ছেলে রয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ছালেখা বেগমের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে ছালেখার গলাকাটা মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও পিবিআই ঘটনাস্থলেই রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।


কেএ-০১/এএফ-০৬