সিলেট বেতার কেন্দ্রে শোকাবহ আগস্টের মাসব্যাপী অনুষ্ঠান শুরু

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৩, ২০২৩
০৪:১১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২৩
০৪:১৬ পূর্বাহ্ন



সিলেট বেতার কেন্দ্রে শোকাবহ আগস্টের মাসব্যাপী অনুষ্ঠান শুরু


বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে শুরু হয়েছে শোকাবহ আগস্টের মাসব্যাপী অনুষ্ঠানমালা। ১ আগস্ট থেকে শুরু হওয়া অনুষ্ঠানমালা চলবে ৩১ শে আগস্ট পর্যন্ত। বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেন।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, প্রতিদিন বিকেল ০৫-৩০ মিনিটে ‘শোকাবহ আগস্ট’ শিরোনামে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে সেগুলো হচ্ছে- 

‘শোকের মাস আগস্ট’ উপলক্ষে আলোচনা অনুষ্ঠান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থসমূহ থেকে পাঠের অনুষ্ঠান।

‘শোকাবহ জনতা’ ১৫ ই আগস্ট নিয়ে সকল শ্রেণী ও পেশার মানুষের শোকাবহ অনুভুতি নিয়ে-ভক্স পপ।

বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান।

‘হৃদয়ে তুমি’বঙ্গবন্ধুকে নিয়ে গানের গ্রন্থিত অনুষ্ঠান।

১৫ই আগস্টের নারকীয় হত্যাযজ্ঞ সম্পর্কে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান।

‘ক্ষমা কর পিতা’এবং তুমি আছো, তুমি রবে ’ বঙ্গবন্ধুকে নিয়ে গান ও কবিতার গ্রন্থিত অনুষ্ঠান ।

‘বিষাদের সুর’ জাতীয় শোক দিবসের পুঁথি নিয়ে বিশেষ গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান।

১৫ই আগস্ট, ২০২৩ তারিখ মঙ্গলবার, স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেতার ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল ০৬:৩০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান ও মোনাজাত অনুষ্ঠান এবং সকাল ১০টায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান, মোনাজাত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। 

বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে দিনব্যাপী বিরতিহীন অধিবেশনে নানা আঙ্গিকে অনুষ্ঠানমালা প্রচার করা হবে। এতে রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী, শিক্ষক, শিল্পী, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শাহাদাত বরণকারী বঙ্গবন্ধুর পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

অনুষ্ঠানসমূহ একযোগে শুনা যাবে মধ্যম তরঙ্গ ৯৬৩ কিলোহার্জে, এফ.এম ৮৮.৮ ও ৯০ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার এর মোবাইল অ্যাপ-এ।

এএন/০১