পিয়াইন নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৩, ২০২৩
০১:৩৬ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২৩
০৫:০১ অপরাহ্ন



পিয়াইন নদী থেকে কিশোরের লাশ উদ্ধার


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বল্লাঘাট পিয়াইন নদী থেকে আব্দুল করিম (১৯) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে জাফলং পর্যটন স্পট বল্লাঘাট মসজিদের নিচে পিয়াইন নদীতে তার লাশ পাওয়া যায়।

আব্দুল করিম জাফলং গুচ্ছগ্রামের আব্দুল কাশেমের ছেলে।

জানা যায়, গতকাল বাড়ি থেকে গরুর ঘাস কাটতে বের হয়ে আর বাড়িতে ফিরেননি করিম। পরে আজ দুপুর ১২ টার দিকে জাফলং পর্যটন কেন্দ্র বল্লাঘাট মসজিদের নিচে পিয়াইন নদীতে তার লাশ পাওয়া যায়।

জাফলং ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ রতন শেখ ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুলের উপস্থিতিতে তার মরদেহ উদ্ধার করা হয়।

জাফলং ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ রতন শেখ বলেন, লাশের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এএফ/১৩