সিলেটে নদী থেকে অর্ধ-গলিত লাশ উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০২, ২০২৩
০৪:৩৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২৩
০১:৩৭ পূর্বাহ্ন



সিলেটে নদী থেকে অর্ধ-গলিত লাশ উদ্ধার


সিলেটের বিশ্বনাথ উপজেলায় নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার (১ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি-টেংরাগামী পাকা সড়কের পাশ্ববর্তী বাসিয়া নদীর তীর থেকে ওই এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, উদ্ধারকৃত মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। পরনে ছিল কালো রঙের মোবাইল প্যান্ট ও শার্ট। আনুমানিক ১৫ দিন আগে তার মৃত্যু হয়। লাশটি সুরমা নদীর স্রোতে ভেসে ভেসে বিশ্বনাথের বাসিয়া নদী তীরের একটি ঝোপ-ঝাড়ের মধ্যে এসে আটকে যায়। নদীর পানি কমায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, হত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদেন্তর প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না। তবে, অর্ধ-গলিত অবস্থায় অজ্ঞাতনাাম এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,  ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে। কমপক্ষে ১৫দিন আগে নদীর স্রোতের পানিতে ভেসে এসে বিশ্বনাথের বাসিয়া নদী তীরের আটকে ছিল। পানি কমায় স্থানীয়রা দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।


এএফ/০৪