চতুর্দশে স্বপ্নোত্থান, ২ হাজার প্লাস্টিকের বিনিময়ে দিল শতাধিক গাছ

শাবিপ্রবি প্রতিনিধি


জুলাই ৩১, ২০২৩
০৯:৫৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২৩
০৯:৫৫ অপরাহ্ন



চতুর্দশে স্বপ্নোত্থান, ২ হাজার প্লাস্টিকের বিনিময়ে দিল শতাধিক গাছ


হাঁটি হাঁটি পা পা করে চতুর্দশ বছরে পদার্পণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান।

আজ সোমবার (৩১ জুলাই) দুপুরে এ উপলক্ষে অর্জুনতলা থেকে একটি আনন্দর‍্যালী বের করে সংগঠনটি। পরে স্বপ্নোত্থানের স্বেচ্ছাসেবী, শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক সায়ামুল বাশার বলেন, স্বপ্নোত্থান সবসময় প্রসংশনীয়মূলক কাজগুলো করে থাকে। মানুষজনকে পরিবেশ নিয়ে সচেতন করার জন্য স্বপ্নোত্থান আগেও অনেক কাজ করছে। এই ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও অব্যাহত রাখার আহ্বান রইল।

স্বপ্নোত্থানের সভাপতি আব্দুল্লাহ আল সাইফ বলেন, স্বপ্নোত্থানের ১৪ বর্ষে পদার্পন উপলক্ষ্যে তিন দিনব্যাপী নানা কর্মসূচী হাতে নেওয়া হয়। এর মধ্যে অন্যতম ছিলো বিনিময় নৈসর্গ। যেখানে প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে গাছ উপহার দেওয়া হয়। এ বর্জ্য পদার্থগুলো আমাদের পরিবেশের জন্য হুঁমকি। তাই পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে এবং মানুষের সচেতনতা বাড়াতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়।

এদিকে বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী হাতে নেয় সংগঠনটি। এতে প্লাস্টিক ও পলিথিনের বিনিময়ে গাছ উপহার, কেক কাটা, আনন্দ র্যারি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি ছিল। বিনিময় নৈসর্গ নামে এ প্রোগ্রামে ২ হাজার ২'শ এর অধিক প্লাস্টিকের বোতল এবং ১ হাজার পলিথিনের ব্যাগ বিনিময়ে শতাধিক গাছ উপহার দেওয়া হয়। প্লাস্টিক ও পলিথিন ব্যাগগুলো রিস্লাইক্লিং এ পাঠানো হয়েছে বলে জানানো হয়।


এইচএন-০১/এএফ-০৭