জামিন নামঞ্জুর, কাউন্সিলর আফতাব কারাগারে

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৫, ২০২৩
১২:০৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২৩
১২:১৮ পূর্বাহ্ন



জামিন নামঞ্জুর, কাউন্সিলর আফতাব কারাগারে


সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রচার চলার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে আগ্নেয়াস্ত্রসহ মহড়া দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় সিসিকের ৭নং ওয়ার্ডের কাউন্সিল আফতাব হোসেন খানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ (২৪ জুলাই) সোমবার সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচার আব্দুল মোমেনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত মহানগর হাকিম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জুবায়ের বখত।

আফতাব হোসেন খানের আইনজীবী আব্দুর রহমান আফজল  বলেন, ‘তিনি  এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতে হাজির হয়ে ফের জামিন আবেদন করেছিলেন। দীর্ঘ শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ হয় গত ২ জুন। এর চারদিন পর গত ৬ জুন মোটরসাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহের বাসার সামনে অস্ত্রসহ মহড়া দেন -এমন অভিযোগে গত ৯ জুন রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন কাউন্সিলর প্রার্থী সায়ীদ। ঘটনার সিসিক্যামেরার ফুটেজে দেখা যায়, মহড়ায় অংশ নেওয়া এক যুবকের সঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানও ছিলেন। এ ঘটনার অভিযোগ নির্বাচন কমিশন বিষয়টি মহানগর পুলিশের কাছে পাঠালে পরবর্তীসময়ে বিমানবন্দর থানায় আফতাবকে প্রধান আসামি করে মামলা দায়ের হয়। পরে এ ঘটনায় নির্বাচন কমিশন কাউন্সিলর পদে আফতাবের প্রার্থীতা বাতিল করে। 

এদিকে আফতাব হোসেন ছাড়াও এ মামলায় এখন পর্যন্ত আরও দুইজন গ্রেপ্তার হয়েছেন। তবে সেই অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি।


এএফ/০৪