সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৩, ২০২৩
০৪:১০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৩, ২০২৩
০৪:১০ পূর্বাহ্ন
সিলেটের সম্মানিত জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মজিবর রহমানের বদলিজনিত কারণে সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থা উক্ত সংস্থার সভাপতি রাফেজা সুলতানা আন্নাকে বিদায় সংবর্ধনা দিয়েছে।
শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় জেলা ক্রীড়া ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফারজানা আক্তার ও সালমা বাছিত, সহ-সাধারণ সম্পাদক শিপ্রা দেব, কার্যনির্বাহী সদস্য নাজনীন হোসেন, রোকশানা বেগম তুলি, জোৎস্না বেগম, ক্ষমা রানী দে, সিতা রানী দাস, আরিফা বিল্লাহ, শিরিন আক্তার ও নাজিরা বেগম। অনুষ্ঠানে সংবর্ধিত রাফেজা সুলতানা আন্নাকে সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এএন/০১