সংবাদ বিজ্ঞপ্তি
জুলাই ২০, ২০২৩
০২:৫৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২০, ২০২৩
০২:৫৫ পূর্বাহ্ন
‘ও সুন্দরী’র পর এবার ‘ময়ূরপঙ্খী নাও’ নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে এসেছেন সংগীতশিল্পী হাকিম লোকমান। এর আগে ঈদুল ফিতরে তার গাওয়া ও ‘সুন্দরী গান’ দর্শকদের নজর কাড়ে। এরপর এবার নিজের লেখা ময়ূরপঙ্খী নাও-এর রিলিজ দিতে যাচ্ছেন তিনি।
বাংলা গানে নদীর বহুমাত্রিক ব্যবহার রয়েছে। নদী কেন্দ্রীক এ সকল গানের মধ্যে নৌকা বাইচে গাওয়া গান সব শ্রেণীর দর্শক শ্রোতার মন কাড়ে। আর এবার দর্শক শ্রোতাদের আন্দোলিত করতে ময়ূরপঙ্খে গান নিয়ে আসছেন লক্স হাকিম।
‘ও সুন্দরী’র আগেও হাকিমের গাওয়া বেশ কয়েকটি গান জনপ্রিয় হয়েছিল দেশে-বিদেশ। নতুন এ গান দর্শকদের মন জয় করবে বলে বিশ্বাস তার।
সিলেট নগরের খরাদি পাড়ার বাসিন্দা হাকিম দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য বসবাস করে আসছেন। মাঝে কিছুদিন গানের জগত ছাড়লেও দর্শক শ্রোতার ভালোবাসায় আবারো ফিরেন সুরের জগতে।
এএফ/০৬