সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৬, ২০২৩
০৮:২৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২৩
০৮:২৭ অপরাহ্ন
সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও আবৃত্তিশিল্পী সৈয়দ সাইমুম আনজুম ইভানকে দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় তিনি অসুস্থ এ সাংবাদিকের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
সিলেট মিরর অনলাইনে কর্মরত ইভান জনপ্রিয় টেলিভিশন চ্যালেন দীপ্ত টিভির সিলেট প্রতিনিধি। এছাড়াও সংস্কৃতিকর্মী ইভান বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ওসমানী অঞ্চলের সমন্বয়কারী। সংস্কৃতি সংগঠন মৃত্তিকায় মহাকালের মূখ্য নির্বাহীও।
আজ রবিবার (১৬ জুলাই) সাইমুম ইভানকে দেখতে নগরের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে যান নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন। তিনি ইভানের উন্নত চিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান। ইভানের সুচিকিৎসায় তার পাশে থাকবেন বলে ইভানের পরিবারকে জানান।
মেয়রের সঙ্গে এসময় ছিলেন িসিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত।
এদিকে সকালে মাউন্ট এডোরা হাসপাতালে পৌছালে কর্তৃপক্ষ মেয়রকে হাসপাতালের স্বাস্থ্যসেবা বিষয়ে অবহিত করেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও স্বাস্থ্য সেবায় ভূমিকা রাখায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সাংবাদিক ইভান গত বুধবার স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এএফ/০৬