সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৪, ২০২৩
০৫:৫১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৪, ২০২৩
০৫:৫২ পূর্বাহ্ন
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) নতুন মহাসচিব হয়েছেন বাংলাদেশি কূটনীতিক গোলাম সারওয়ার।
বৃহস্পতিবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার নতুন পদে নিযুক্তির কথা জানানো হয়।
গোলাম সারওয়ার বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
১৯৮৫ সালে যাত্রা করা সার্কের পঞ্চদশ মহাসচিব এবং এই পদে তৃতীয় বাংলাদেশি হিসাবে দায়িত্ব পালন করবেন গোলাম সারওয়ার।
ঢাকা সনদ সইয়ের মধ্য দিয়ে শুরুতে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়। এরপর ২০০৭ সালে সার্কের সদস্যপদ পায় আফগানিস্তান।
পেশাদার কূটনীতিক গোলাম সারওয়ার দশম বিসিএসের কর্মকর্তা। ১৯৯১ সালে যোগদানের পর দেশে ও বিদেশে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি।
মালয়েশিয়ার আগে ওমান ও সুইডেনে তিনি বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। ছিলেন জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল। কূটনৈতিক জীবনে ইয়াঙ্গুন, কাঠমান্ডু ও ওয়াশিংন ডিসিতে বিভিন্ন পদেও ছিলেন তিনি।
সার্কের বর্তমান মহাসচিব শ্রীলঙ্কার ইসালা রুয়ান ভিরাকুন। এই শ্রীলঙ্কানের পর সার্কের পরের মহাসচিব আফগানিস্তান থেকে আসার কথা ছিল, কিন্তু তালেবান সরকার ক্ষমতায় গ্রহণের পর তাদের এই পদে আসা আপত্তি মুখে পড়ে। এ কারণে মার্চের শুরুতে মেয়াদ শেষের পরও দায়িত্ব পালন করে আসছিলেন শ্রীলঙ্কার ইসালা রুয়ান ভিরাকুন। আফগানিস্তানকে বাদ দিয়ে বাংলাদেশকে মহাসচিব পদ দেওয়ার বিষয়ে সদস্য দেশগুলো একমত হওয়ার পর বাংলাদেশ গোলাম সারওয়ারকে এই পদে দায়িত্ব দেয়।