সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৪, ২০২৩
০৩:১৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৪, ২০২৩
০৩:১৬ পূর্বাহ্ন
সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিট্রন ইউনিভার্সিটিতে এসজে ইনোভেশনের উদ্যোগে ও এমইউ সিএসই সোসাইটির ব্যবস্থাপনায় এআই লঞ্চপ্যাড শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসের এম. হাবিবুর রহমান মিলনায়তনে এই কর্মশালা আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।
প্রতিষ্ঠানটির জুনিয়র প্রজেক্ট সমন্বয়ক অনিক কুমার ও ফ্রন্ট এন্ড ডেভেলপার সুস্মিতা দাসের যৌথ পরিচালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসজে ইনোভেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহেদ ইসলাম, প্রধান পরিচালন কর্মর্কতা শাহেরা চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ।
বক্তারা বলেন, বর্তমানে পৃথিবী শুধু তথ্য-প্রযুক্তিতেই সীমাবদ্ধ নেই। এতদিন যেসব বিষয় আমাদের অবাক করত, 'যেগুলো আমাদের ধারণার বাইরে ছিল সেসব বিষয় এখন বাস্তবে রূপ নিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীতে আমূল পরিবর্তন নিয়ে আসছে। বাংলাদেশের তরুণ প্রজন্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তাদের দক্ষতা অর্জন করতে পারে। তাতে আগামীর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে।'
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এসজে ইনোভেশনের সিলেট অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও এমইউ সিএসই সোসাইটির সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা।