তামাবিল সড়কে দুর্ঘটনা, নিহত ৫

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৮, ২০২৩
০৫:৪৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২৩
০৫:৫৩ পূর্বাহ্ন



তামাবিল সড়কে দুর্ঘটনা, নিহত ৫

বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকায় শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাত ১০টার দিকে বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীতমুখী টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানে থাকা ৭ যাত্রীর সবাই হতাহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার। 

নিহতরা হলেন, বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫)।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। ৫ জন নিহতের খবর পেয়েছি। তবে এখনো নিশ্চিত হতে পারিনি।’

আরসি-০১