বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিপক্ষে ৬-০ গোলের জয় সিলেট রেঞ্জের

খেলা ডেস্ক


জুলাই ০৬, ২০২৩
০৫:১৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২৩
০৫:১৮ পূর্বাহ্ন



বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিপক্ষে ৬-০ গোলের জয় সিলেট রেঞ্জের
বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ -২০২৩

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ -২০২৩ প্রতিযোগিতার  গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিপক্ষে  ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট রেঞ্জ।

বুধবার (৫ জুলাই) বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত খেলায় সিলেট রেঞ্জ ফুটবল দলা বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ( বিএমপি) দলের বিপক্ষে মাঠে নামে। নান্দনিক খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে সিলেট রেঞ্জ টিম ৬-০ গোলে বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ দলকে পরাজিত করে গ্রুপ পর্বের খেলার শুভ সূচনা করেছে। সিলেট রেঞ্জ টিমের অধিনায়ক এএসআই আমিরুল ইসলাম তিনটি গোল করে হেটট্রিক করার গৌরব অর্জন করেন।

বাংলাদেশের পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ -২০২৩ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা খুলনা মেট্রোপলিট্রন পুলিশ লাইন্স (কে এম পি) মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলি  যথাক্রমে খুলনা, বগুড়া, চট্টগ্রাম ও ময়মনসিংহ এই চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। 


এএফ/০২