নিজস্ব প্রতিবেদক
জুলাই ০২, ২০২৩
০৫:৩৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২৩
১২:৩২ পূর্বাহ্ন
টানা বৃষ্টিতে ডুবে গেছে নগরের জল্লারপার-দাড়িয়াপাড়া সড়ক। ছবি- মামুন পারভেজ
সিলেটে টানা বৃষ্টিপাতে নগরজুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্নস্থানে সড়ক পানিতে নিমজ্জিত হয়েছে। বাসাবাড়ির আঙ্গিনায় পানি থৈ থৈ করছে। কিছু কিছু েএলাকায় বৃষ্টির পানি বাসাবাড়িতে ঢুকেছে।
সিলেটে আজ রবিবার (২ জুন) সকাল ছয়টা থেকে ১২টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৬২ মিলিমিটার। এতে নগরের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে।
আবহাওয়া কার্যালয় সিলেট সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা এবং পরবর্তী পাঁচ দিনের পূর্বাবাস অনুযায়ী বৃষ্টির শঙ্কা রয়েছে। গত ২৪ ঘন্টায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর পাঠানটুলা, আখালিয়া, দরগাহ মহল্লা, বারুতখানা, হাওয়াপাড়া, যতরপুর, ছড়ারপাড়, তালতলা, কদমতলী, ওসমানী মেডিকেল কলেজ, কাজলশাহ্, চৌহাট্টা, জিন্দাবাজার, কুমারগাঁওসহ নগরীর অসংখ্য এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও চাকরিজীবীরা ভোগান্তিতে পড়েছেন। এছাড়াও দোকানপাটে পানি ঢুকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।
নগরের কাজলশাহের বাসিন্দা ফয়সল ইউনুস বলেন, ‘সকাল থেকে টানা বৃষ্টির কারণে বাসা থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। জরুরি কাজ থাকায় বাধ্য হয়ে বের হতে হয়েছে। বৃষ্টির কারণে সিএনজিচালিত অটোরিকশার চালকরাও ভাড়া বাড়িয়ে দিয়েছেন। যেখানে কাজলশাহ থেকে বন্দরবাজার গেলে ৮০ থেকে ১০০ টাকা ভাড়া সেখানে ৩০০ টাকা দিয়ে যেতে হয়েছে।’ তিনি বলেন, ‘নগরের কাজলশাহ্, জিন্দাবাজার এলাকায় হাঁটু পানি। আরও অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।’
সিলেট জেলা আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন বলেন, ‘সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাবাস অনুযায়ী আগামী পাঁচদিন বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।’
এএফ/০১