ঈদের দিনে সিলেটে যুবকের ঝুলন্ত লাশ

সিলেট মিরর ডেস্ক


জুন ২৯, ২০২৩
০৬:০৫ অপরাহ্ন


আপডেট : জুন ৩০, ২০২৩
০৪:৪৩ অপরাহ্ন



ঈদের দিনে সিলেটে যুবকের ঝুলন্ত লাশ


সিলেটে ঈদের দিনেও এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরের দক্ষিণ সুরমা কমদতলি বাস টার্মিনাল সংলগ্ন বাগানে একটি গাছ থেকে আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাতটার দিকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তবে এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)। 

তিনি বলেন, ‘সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই যুবক আত্মহত্যা করেছেন। তার নাম-ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।’


এএফ/০২