ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ওসমানীনগর প্রতিনিধি


জুন ২৮, ২০২৩
০৭:৫৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২৩
০১:১২ পূর্বাহ্ন



ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২


সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। 

মঙ্গলবার (২৭ জুন) রাত সোয়া ১০টায় উপজেলার শেরপুর টোলপ্লাজার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

একাধিক সূত্র জানায়, মঙ্গলবার ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-০০০২) শেরপুর টোলপ্লাজার সামনে যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত অটোরিকাশাকে চাপা দিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক জুয়েল মিয়া(২২) ও যাত্রী আসমা বেগম (৪৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। অটোরিকশায় থাকা আরেক যাত্রীসহ (অজ্ঞাত)সহ  বাসের আরও ছয় যাত্রী আহত হন।  

নিহতরা হচ্ছেন, মৌলভীবাজারের শেরপুর নতুন বস্তি এলাকার ইজ্জত আলীর ছেলে অটোচালক জুয়েল মিয়া ও ওসমানীনগর এলাকার সাদিপুর ইউপির সুন্দিকলা গ্রামের সত্তার মিয়ার স্ত্রী আসমা বেগম (৪৫)।

ঘটনার পর তাজপুর ফায়ার সার্ভিস, শেরপুর হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  

ওসানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত দুইজনের লাশ শেরপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের  চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এএফ/০২