রোটারি মানবকল্যাণে বিস্ময়কর ভূমিকা রেখে চলেছে: পিডিজি শহীদ আহমদ চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


জুন ২৭, ২০২৩
০৭:৫৭ অপরাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২৩
০৮:২২ অপরাহ্ন



রোটারি মানবকল্যাণে বিস্ময়কর ভূমিকা রেখে চলেছে: পিডিজি শহীদ আহমদ চৌধুরী

পিডিজি শহীদ আহমদ চৌধুরী বলেছেন, ‘মানবকল্যাণে রোটারি পুরো বিশ্বে বিস্ময়কর ভূমিকা রাখছে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য রোটারি প্রতি বছরই বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-চিকিৎসা-স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে রোটারির অনবদ্য অবদান শতাব্দীর সেরা আশীর্বাদ।’ আলোকিত পৃথিবী নির্মাণে রোটারির প্রতি বছরের কর্মসূচি নতুন দিগন্তের সূচনা করবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২-এর রোটারীবর্ষ ২০২৩-২৪ সালের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সোমবার সিলেট নগরের একটি রেস্টুরেন্টে রোটারী সিলেট এরিয়া আয়োজিত এক মতবিনিময় সভা থেকে এ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। 

রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের জেলা গভর্ণর (২০২৩-২৪) প্রকৌশলী মো. মতিউর রহমানের পক্ষে সিলেট এরিয়ার প্রেস কনফারেন্সেন চেয়ার অ্যাডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনমিয় সভায় প্রধান অতিথি ছিলেন পাস্ট ডিস্টিক্ট গভর্ণর শহীদ আহমদ চৌধুরী, এরিয়া ডাইরেক্টর এ কে এম শামসুল হক দীপু, এরিয়া এডভাইজর হানিফ মোহাম্মদ, জোন কোঅর্ডিনেটর (সুরমা) এ এইচ আর রব্বানী, জোন কোঅর্ডিনেটর (কুশিয়ারা) কাওসার হোসেন শাহীন, জোন কোঅর্ডিনেটর (পিয়াইন) আমিনুল ইসলাম।

মতবিনিময় সভায় বলা হয়, ‘মানুষের সেবা ও কল্যাণের লক্ষ্যে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাস্তবধর্মী কল্যাণকর বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে।’ এরই ধারাবাহিকতায় অগ্রাধিকারভিত্তিতে নতুন রোটারী বর্ষ ২০২৩-২৪ এ রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২-এর অধীনে অগ্রাধিকার ভিত্তিতে যেসব প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ নির্ধাারণ করা হয়েছে যা নিম্নরূপ :-

২০২৩-২৪ রোটারি বর্ষে রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ আওতাধীন ক্লাবসমূহ ‘হোম ফর হোমলেস’ প্রকল্পের অধীনে একটি ঘর নির্মাণের কাজ সম্পন্ন করবে।

প্রতিটি ক্লাব মাদক প্রতিরোধে নূন্যতম একটি সেমিনারের আয়োজন করবে। এছাড়া রোটারী পিস স্কলারশিপের জন্য প্রতিটি ক্লাব থেকে একজন করে মনোনয়ন দেয়ার ব্যবস্থা করা হবে। রোগ প্রতিরোধ ও চিকিৎসা সেবার আওতায় প্রতিটি ক্লাব নূন্যতম একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করবে। এছাড়া স্কুল/মাদ্রাসায় বিশুদ্ধ পানি সরবরাহসহ অন্তত একটি করে মানসম্মত টয়লেট স্থাপন করবে। মা ও শিশুর যত্ন নিতে নূন্যতম একটি স্তন ক্যান্সর স্ক্রীনিং এবং খতনা/কান ছিদ্র শিবির স্থাপন করবে। স্কুলে স্কুলে লাইব্রেরী স্থাপন। এছাড়া প্রতিটি ক্লাব মাদ্রাসা/ স্নাতক পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রীকে উপবৃত্তি প্রদান করবে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কম খরচে আবাসন স্থাপন এবং বয়স্ক বা সুবিধাবঞ্চিতদের জীবনযাত্রার মানোন্নত করার উদ্যোগ নিবে। পরিবেশের উন্নয়ন ও পরিবেশগত সহায়তায় সবুজ প্রকল্প স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ ও ডাস্টবিন বিতরণ করা হবে।  

এছাড়াও অগ্রাধিকারভিত্তিতে এ বছর ২০২৩-২০২৪-এ গভর্ণরের যে সব বার্ষিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা হচ্ছে-

জেলার সকল কর্মকান্ডে অধিক হারে সকলের অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করা, সাধারণ মানুষের মাঝে রোটারীর কর্মসূচী তুলে ধরে রোটারীর ইমেজকে বৃদ্ধি করার পাশাপাশি রোটারীর কর্মকান্ড অনুসরণ করা, রোটারীর কর্মকান্ডের ইতিবাচক দিকগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লায় রোটারী সেন্টারকে সক্রিয় করে তার মাধ্যমে যাবতীয় কর্মকান্ড পরিচালনা করা, পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই, তাই চলতি বছর বনায়ন কর্মসূচীর আওতায় এক লাখ বৃক্ষ রোপন করা, কমপক্ষে ৫টি স্কুলে ল্যাব ইকুইপমেন্ট সরবরাহ করা, কমপক্ষে ৩টি স্থানে হেলথ কেয়ার স্থাপন করে তাতে চিকিৎসা সরঞ্জাম সন্নিবেশিত করে মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, কমপক্ষে ১০ জন অসহায় মেধাবী ছাত্রকে বৃত্তি প্রদান করা,  নারীর ক্ষমতায়ন, বয়স্ক, অসহায় ও ক্ষুধার্থ মানুষের কল্যাণে কাজ করা, সামাজিক সচেতনতা ও জনমত গড়তে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ করা, নিরাপদ সড়ক ও সড়ক দূর্ঘটনা এড়াতে সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লায় ড্রাইভারদের জন্য প্রশিক্ষণ ও ট্রাফিক আইন অনুসরণে উদ্বুদ্ধ করা, কমপক্ষে ২০ জনপ্রতিবন্ধীকে বিনা মূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন ও হুইল চেয়ার প্রদান করা, সঠিক খাদ্যাভাস, শারীরিক সুস্থতা ও ডায়াবেটিক প্রতিরোধে সচেতনামূলক কেম্পেইন পরিচালনা করা, অনুন্নত ও কম সুবিধাভোগী মানুষের জন্য বিনামূল্যে পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা করা।

এরিয়া ডাইরেক্টর এ কে এম শামসুল হক দীপুর পরিচালনায় অনুষ্ঠিত মতনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারিয়ান মঞ্জুর আল বাসেত, রোটারিয়ান ফয়সল করিম মুন্না, রোটারিয়ান সাহেদ হোসাইন, রোটারিয়ান ফুয়াদ মো. খায়রুল ইসলাম, রোটারিয়ান মামসুনুর রশীদ, রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, রোটারিয়ান আলমগীর হোসেন, রোটারিয়ান মকসুদুর রহমান, রোটারিয়ান মো. মুহিত আহমেদ, রোটারিয়ান হাসান কবির চৌধুরী, রোটায়িান মো. আজিম উদ্দিন প্রমুখ।


এএফ/০৫