সিলেট মিরর ডেস্ক
জুন ২৫, ২০২৩
০৭:৪৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২৩
০৮:২৫ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে ‘ভোটারবিহীন’ নির্বাচন আখ্যা দিয়ে তা বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করেছে ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখা। শনিবার বিকেল তিনটায় বন্দর বাজারে দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের নিয়মিত মাসিক বৈঠকে এ দাবি জানান নেতৃবৃন্দ।
বৈঠকে গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নিবার্চনে মেয়র প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীমের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বর্তমান সরকার ও সিইসি’র পদত্যাগ দাবি করা হয়। পাশাপাশি ‘ভোটারবিহীন’ এবং ‘পূর্বনির্ধারিত ফলাফলে’ অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশনের প্রহসনমূলক নির্বাচন আখ্যা দিয়ে ফলাফল বাতিল করে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।
মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা আসআদ উদ্দীন, জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুশ শহীদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার ও দাওয়াহ বি. সম্পাদক রফিকুল ইসলাম রনি, প্রশিক্ষণ সম্পাদক এইচ এম ইমদাদুল হক, শিক্ষা ও সংস্কৃতি বি. সম্পাদক প্রভাষক বুরহান উদ্দিন, কৃষি ও শ্রম বি. সম্পাদক মোহা. সিদ্দিকুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বি: সম্পাদক মোহা. মাঈন উদ্দীন, সহ প্রচার ও দাওয়াহ বি: সম্পাদক হাফিজ ওলিউর রহমান সাদিক, সহ দপ্তর সম্পাদক মাও. ক্বারি মুহিবুর রহমান রনি সদস্য মো. আব্দুল জাহের ও প্রমুখ ।
এএফ/০৪