টিকটক করতে গিয়ে যমুনায় পড়ে নিখোঁজ কিশোর

সিলেট মিরর ডেস্ক


জুন ২৫, ২০২৩
০৩:৩০ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২৩
০৩:৩০ পূর্বাহ্ন



টিকটক করতে গিয়ে যমুনায় পড়ে নিখোঁজ কিশোর


ঈদে দাদা বাড়িতে বেড়াতে এসে যমুনা নদীতে টিকটক করতে গিয়ে নিখোঁজ হয়েছেন তাওহীদ আদনান আপন (১৬) নামে এক কিশোর। সে জামালপুর জেলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে। সে দেওয়ানগঞ্জ পৌরসভার চুকাজানী এলাকার মহিউদ্দীন হিরুর বড় ছেলে।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জুন) দুপুরে অন্তঃনগর তিস্তা এক্সপ্রেসে দেওয়ানগঞ্জ দাদার বাড়ি বেড়াতে এসে সেখান থেকে কুড়িগ্রামের রাজিবপুরে ফুপুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল।

কিন্তু সেখানে যাওয়া বাদ হওয়ায় সঙ্গের আরো দুই বন্ধু মিলে তিনজন বিকেল ৪ ঘটিকার দিকে বাহাদুরাবাদ নৌ টার্মিনাল অন্তর্গত যমুনা নদীতে ঘুরতে যায়, সেখানে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে বিভিন্নভাবে ছবি তুলছিল, ছবি তুলতে তুলতে তিন বন্ধু নদীতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করলেও আপনকে খুঁজে পায়নি। সৌরভ আলীফ নামে উদ্ধারকৃত কিশোরের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে অপরজন সুস্থ আছে তবে তার নাম জানা যায়নি।

খবর পেয়ে বিকেল ৫ ঘটিকা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শুরু করে, সন্ধ্যার পর থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে, অন্ধকারের কারণে রাত ৮ ঘটিকায় উদ্ধার স্থগিত করে।

ডুবুরি দলের টিম লিডার স্টেশন অফিসার খাইরুল আলম কালের কণ্ঠকে বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করে এখনো নিখোঁজের সন্ধান পাইনি, আগামীকাল সকালে আবার উদ্ধার শুরু করব। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর বলেন, যমুনা নদীতে টিকটক করতে এসে তিন বন্ধুর ভেতর আপন এখনো নিখোঁজ আছে, উদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে।


এএফ/০৩