জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকীতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

সিলেট মিরর ডেস্ক


জুন ১৮, ২০২৩
০১:১৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২৩
০১:১৩ পূর্বাহ্ন



জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকীতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা
জিয়াউর রহমান সর্বকালের একজন সর্বশ্রেষ্ঠ দেশ প্রেমিক ও সাদা মনের মানুষ ছিলেন: গয়েশ্বর চন্দ্র রায়


বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জিয়াউর রহমান সর্বকালের একজন সর্বশ্রেষ্ঠ দেশ প্রেমিক ও সাদা মনের মানুষ ছিলেন। তিনি একজন দূরদর্শী সম্পন্ন রাজনৈতিবিদ এবং সর্বশ্রেষ্ঠ সংগঠক।’ তিনি আরও বলেন, ‘জনগণ যে প্রত্যাশা নিয়ে জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছিলেন তিনি জনগণের সে প্রত্যাশা পূরণ করতে পেরেছেন।’

আজ শনিবার (১৭ জুন) বিকাল তিনটায় নগরের দরগা গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বরচিত কবিতা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জিয়াউর রহমান সর্বকালের একজন সর্বশ্রেষ্ঠ দেশ প্রেমিক ও সাদা মনের মানুষ ছিলেন। জিয়াউর রহমান একজন দূরদর্শী সম্পন্ন রাজনৈতিবিদ ও সর্বশ্রেষ্ঠ সংগঠক। একটি রাষ্ট্রপরিচালনার জন্য যে সাংগঠনিক দক্ষতা দরকার তিনি তা অল্প সময়ের মধ্যে করতে পেরেছিলেন।’ তাকে অন্যের সঙ্গে তুলনা করা যাবে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেন জিয়াউর রহমানের সঙ্গে অন্য কারো তুলনা করতে না যাই। জিয়াউর রহমান চিরস্মরনীয় হয়ে থাকবেন। তাই জিয়াউর রহমানের আদর্শকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।’

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘জিয়াউর রহমান পূর্ব পরিকল্পনা ছাড়াই স্বল্প সময়ের মধ্যে একটি মুক্তিযুদ্ধে সবাইকে মাঠে নামাতে পেরেছিলেন। এবং সম্মুখ ভাগে তিনি নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি ইচ্ছা করে আসেন নাই। সিপাহী জনতা তাকে উদ্বুদ্ধ করে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছিলেন তিনি জনগণের সে প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। জিয়াউর রহমানের আদর্শকে লালন করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’

চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সামিয়া বেগম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপারেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হুসেইন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট-৬ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ইসতিয়াক সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রিয়াসদ আজিম হক আদনান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর সাধারণ সম্পাদক  মির্জা সম্রাট, জেলা সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মিফতাহুল কবির, মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আফসর খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবফুস সামাদ তুহেল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার,  মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ। 



এএফ/০৯