শাবিপ্রবি প্রতিনিধি
জুন ১৫, ২০২৩
০৬:৫৮ অপরাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২৩
০৬:৫৮ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম ছাত্রী হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ জুন) রাত ৮টায় হলের রিডিং রুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কোষাধ্যক্ষ।
প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, ‘‘শিক্ষার্থীদের মন প্রফুল্ল থাকার জন্য ইনডোর গেমস অত্যন্ত কার্যকরী। পড়াশেনার পাশাপাশি বিভিন্ন ধরণের খেলাধুলা শিক্ষার্থীদের বেশি বেশি চর্চার প্রয়োজন। এতে দেহ ও মন সুস্থ ও সবল থাকে।’’
অনুষ্ঠানে আবাসিক ছাত্রীদের জন্য একটি খেলার মাঠের প্রস্তাব রাখা হয়। তা পূরণের আশ্বাস দিয়েছেন কোষাধ্যক্ষ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যেকোনো খেলাধুলায় ছাত্রীদের আগ্রহ সহকারে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। এসময় কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক আমিনা পারভীনকে প্রথম ছাত্রীহলের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিজানুর রহমান, সহকারী প্রভোস্ট জোবায়দা গুলশান আরা, মিতু সমাদ্দার ও মাছুমা আক্তার, আবাসিক ছাত্রীরা, কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রতিযোগিতায় ইভেন্টগুলোর মধ্যে ছিল ভারসাম্য দৌড়, সুই সুতা দৌড়, হাড়িভাংগা, লুডু, ক্যারাম, দাবা, ব্যাডমিন্টন, বিস্কুট দৌড়সহ মোট ৬ টি ইভেন্ট।
এএফ/০৫