বৃষ্টিতে জলাবদ্ধ ভোটের নগর

নিজস্ব প্রতিবেদক


জুন ১৪, ২০২৩
০৪:৪৯ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২৩
০৬:৩১ অপরাহ্ন



বৃষ্টিতে জলাবদ্ধ ভোটের নগর


টানা তাপদাহের পর এলো স্বস্তির বৃষ্টি। আর সেই বৃষ্টিতে আবার জলাবদ্ধ হয়ে পড়লো ভোটের নগর সিলেট।

বুধবার (১৪ জুন) ভোররাত থেকে সকাল পর্যন্ত টানা কয়েক ঘণ্টার ভারী বর্ষণে সড়ক উপচে পানি ঢুকে পড়েছে মানুষের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে। এতে নগরবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারী বৃষ্টির ফলে নগরের মদিনামার্কেট, আখালিয়া, সুবিদবাজার, জালালাবাদ, হযরত শাহজালাল (র.) মাজার এলাকার পায়রা ও রাজারগল্লি, বারুতখানা, হাওয়াপাড়া, যতরপুর, ছড়ারপাড়, তালতলাসহ বেশ কিছু এলাকার সড়ক তলিয়ে যায়। অনেক এলাকায় সড়কে হাঁটুপানি দেখা গেছে। সড়ক উপচে পানি ঢুকে পড়ে মানুষের বাসা-বাড়িতে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়ে পানি। এদিকে ড্রেনের ময়লা-আবর্জনা মিশ্রিত পানি অনেকের বাসা-বাড়িতে ঢুকেছে।

নগরের ছড়ারপার এলাকার বাসিন্দা সিদ্দিক জানান, বৃষ্টি হলেই  আতঙ্ক। আজ ঘরের কিছু অংশে পানি ডুকেছে। ভারি বর্ষন হলেতো আর উপায় থআকবে না।

এদিকে  বিভিন্ন সড়ক জলাবদ্ধ হয়ে পড়ায় যানচলাচলেও ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। সকালে শিক্ষার্থী, কর্মজীবি ও পেশাজীবি মানুষের কর্মস্থলে যেতে ভোগান্তি পোহাতে হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, বেশি পরিমাণ বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নামতে সময় লাগছে। সিটি করপোরেশনের টিম কাজ করছে। কোথাও ময়লা-আবর্জনার জন্য পানি আটকে গেলে তা পরিষ্কার করে দেয়া হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, রাতে ও সকালের কিছু সময় সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। সকাল ৬টা  থেকে ৯টা পর্যন্ত ৪৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটা স্বাভাবিত বৃষ্টিপাত।

আজ সারাদিন থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। 


এসই/০৫