শাবিপ্রবি প্রতিনিধি
জুন ১৪, ২০২৩
০৩:০৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২৩
০৫:০৫ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে 'শিক্ষাজীবনে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব' শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ, কথাশিল্পী ও লেখক অধ্যাপক ড. আনোয়ারা সৈয়দ হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সাইকোলজিস্ট ফজিলাতুন নেসা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রথম বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এইচএন-০১/এএফ-০৯