মোবাইল অ্যাপে হবে প্রতিযোগিতা, পুরস্কার ৫০ লাখ টাকা

সিলেট মিরর ডেস্ক


জুন ১৩, ২০২৩
০১:৫৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২৩
০২:০৩ পূর্বাহ্ন



মোবাইল অ্যাপে হবে প্রতিযোগিতা, পুরস্কার ৫০ লাখ টাকা


মালয়েশিয়াতে জমকালো আয়োজনের মাধ্যমে গত ৩০ এপ্রিল যাত্রা করেছে ‘হ্যালো সুপার স্টার’ নামে একটি অ্যাপ। এবার এ মোবাইল অ্যাপের মাধ্যমে সংগীতের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোবাইল অ্যাপে প্রতিভা অণ্বেষণ প্রতিযোগিতা বিশ্বে এটাই প্রথম বলে দাবি আয়োজকদের।

প্রতিযোগিতায় সারাবিশ্ব থেকে বাংলা ভাষার প্রতিযোগীরা অংশ নিতে পারবেন। এখানে অডিশন হবে অনলাইনে। যাচাই বাছাই শেষে সেরা প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নেবেন উপমহাদেশের নন্দিত কণ্ঠশিল্পী রুনা লায়লা, বলিউডের কুমার শানু, বিনোদ ঠাকুর এবং বাংলাদেশের গায়ক আসিফ আকবর। এখানে অতিথি হিসেবে অংশ নেবেন দেশসেরা গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীরা।

এ আয়োজনের বিচারক আসিফ আকবর জানান, প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ২ লাখ দিরহাম অথবা ৫০ লাখ টাকা। পাশাপাশি তারা পাবেন দেশের নামকরা সংগীত তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এএফ/০৪