সিলেট মিরর ডেস্ক
জুন ১১, ২০২৩
০২:৫৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ১১, ২০২৩
০২:৫৮ পূর্বাহ্ন
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ভারতের আসাম-মেঘালয়সহ উত্তর-পূর্ব রাজ্যগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে প্রতি বছরের মত এই বছরও সেভেন সিস্টার্স রাজ্য গুলির মূখ্যমন্ত্রীদের জন্য উপহার হিসেবে রাজশাহীর তিন হাজার কেজি ছয়শত কাটুন আম উপহার পাঠিয়েছেন।
শনিবার (১০জুন) দুপুরে তামাবিল স্থলবন্দরে আসামের গুয়াহাটি’তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশন কর্মকর্তাদের কাছে উপহারের এসব আম হস্তান্তর করা হয়।
আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল, নাগাল্যান্ড ও মিজোরাম রাজ্যের মূখমন্ত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের আম পাঠানো হয়।
উপহারের আম গ্রহণ করেন গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা অমলজ্যাতি বড়ুয়া, সহকারী কনস্যুলার বিশ্বজিত চক্রবর্তী, জনসংযোগ কর্মকর্তা ফেরদৌস সরকার।
প্রধানমন্ত্রীর দেয়া উপহারের আম হস্তান্তর করেন তামাবিল কাস্টমস'র রাজস্ব কর্মকতা মো. শাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সহ-সভাপতি আলহাজ্ব মো.জালাল উদ্দিন, মেঘালয় চেম্বার অব কমার্সের জেনারেল সেক্রেটারী ডলি খংলা, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, তামাবিল ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা এস আই মো. রুনু মিয়া, সানাউল হক রমজান ও ব্যবসায়ী রফিক সিকদার রাফি সহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং আমদানীকারক ব্যবসায়ী নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসই/০১