নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৩
০২:২২ পূর্বাহ্ন
আপডেট : জুন ১০, ২০২৩
০২:৩০ পূর্বাহ্ন
"ঝাঁকে উড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর, জালালের জালালী কইতর" কালজয়ী এ গানের পংক্তির মতো সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার শরীফে ভক্ত-আশেকানদের ঢল নেমেছে। তুমি রহমতের দরিয়া বাবা, রহমতের দরিয়া, দয়া করো মোরে হজরত শাহজালাল আউলিয়া কিংবা সিলেট প্রথম আজান ধ্বনী বাবায় দিয়াছে এরকম নানান ভক্তিমূলক গানে মুখরিত হয়ে উঠেছে মাজার প্রাঙ্গণ।
শুক্রবার (৯ জুন) সকালে মাজার শরীফে গেলাফ চড়ানোর মধ্যদিয়ে শুরু হয়ে ৭০৪তম ওরস মোবারকের মূল আনুষ্ঠানিকতা। শনিবার (১০ জুন) সকালে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দু’দিনব্যাপী ওরস মোবারক।
প্রতি বছর আরবি মাসের ১৯ ও ২০ জিলক্বদ ওরস মোবারক অনুষ্ঠিত হয়।
![]()
এদিকে নির্বাচনের এ ভরা মৌসুমে ওরস উপলক্ষে মাজারে গিলাফ প্রদান করেছেন সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তারা মাজারে হাজির হয়ে গিলাফ দিয়ে জিয়ারত করেন।
রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-আশেকানরা বলেন, হযরত শাহজালালের (রহ.) টানে প্রতিবছর শত কষ্ট স্বীকার করেও হলেও ছুটে আসেন তারা। নিজেদের জীবনের সন্তুষ্টির পাশাপাশি ভক্তরা প্রার্থনা করেন দেশ ও দশের মঙ্গল। কেবল ইসলাম ধর্মাবলম্বীরাই নয়, বিভিন্ন জাতি ধর্মের মানুষের পদচারণায় দরগাহ প্রাঙ্গণ যেন হয়ে ওঠে সাম্প্রদায়িক মিলন মেলার তীর্থভূমি।
![]()
মাজার জিয়ারতে আসা ব্রাহ্মনবাড়িয়া থেকে আসা ভক্ত মো. মনির হোসেন বলেন, গত ৩ বছর করোনার জন্য এবং গত বছর সিলেটে ভয়াবহ বন্যার কারণে ভক্তরা ওরস করতে পারেনি। এ বছর তাই ভক্তদের ঢল নেমেছে। কয়েকদিন ধরে ভক্ত-আশেকানদের ভিড় বেড়েই চলেছে মাজার এলাকায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওরসে শরীক হতে আসতে শুরু করেছেন হাজার হাজার মানুষ। তাদের অনেকেই অবস্থান করছেন মাজারের আশপাশের হোটেলগুলোতে।
আবার অনেকেই বাস ট্রাক নিয়ে এসেছেন, অবস্থান করছেন গাড়িতেই। ফলে বৃহস্পতিবার থেকেই মাজার এলাকা লালে লাল বাবা শাহ জালাল স্লোগানে মুখর হয়ে উঠে হাজারও লোক সমাগমে।
ওরস উপলক্ষে ভক্ত-আশেকানরা শতাধিক গরু ও খাসি এনেছেন নজরানা হিসাবে। যা দিয়ে সারাদেশ থেকে আসা ভক্ত-আশেকানদের জন্য শিরনি করা হয়। শুক্রবার গভীর রাত পর্যন্ত জিকির ও এবাদত বন্দেগির মাধ্যমে ভক্তরা সময় অতিবাহিত করবেন।
![]()
শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করার পর পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ হজরত শাহজালালের (রহ.) মাজার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন।
জেলা ও টুরিস্ট পুলিশ, র্যাব, সিআরটি এবং আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা।
এদিকে ওরসকে ঘিরে মাজার প্রাঙ্গণে বসতে শুরু করেছে বাউলদের আসর। শান্তিপূর্ণভাবে বার্ষিক এই উৎসব সম্পন্ন করতে মাজার কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রয়েছে দরগাহর নিজস্ব স্বেচ্ছাসেবক টিম।
হজরত শাহজালাল (রহ.) দরগাহর সাধারণ সম্পাদক শামুন মাহমুদ খান বলেন, মাজার কমিটি সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এবার পরিবেশ অনুকূলে থাকায় ওরসকে কেন্দ্র করে ভক্ত ও আশেকানদের ভীড় লক্ষনীয়।
এসই/২০