সিলেট মিরর ডেস্ক
মে ২৫, ২০২৩
০৪:৪৮ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২৩
০৯:০৭ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে নগরের ভেড়ীপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পর তাকে আরএমপি কার্যালয়ে আনা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে, শুক্রবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দেন চাঁদ।
এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’
এএফ/০২