করোনায় নতুন শনাক্ত ১৩৯ জন, মৃত্যু ১

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৩, ২০২২
০৬:৪৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২২
০৮:২৫ অপরাহ্ন



করোনায় নতুন শনাক্ত ১৩৯ জন, মৃত্যু ১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১৩ জনের। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জন।

আজ রবিবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৯১৬ জন। এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ১৬৩টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ১৩৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৯ লাখ ৭৪ হাজার ২৪২টি।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

আরএম-০৭