সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২০, ২০২২
০৪:৪৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২২
০৪:৪৬ অপরাহ্ন
গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো সাতজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১০৬ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৬৪ জনের আর ২০২১ সালে মারা যায় ১০৫ জন। ২০২০ সালে মারা গিয়েছিল সাতজন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এই একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৭ হাজার ৮০২ জন।
গত এক দিনে মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। শুধু রাজধানীর স্কয়ার হাসপাতালেই মারা গেছে পাঁচজন। শিশু হাসপাতালে একজন এবং শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর মধ্যে ৫৬৫ জন ঢাকার। বাকি ২৯৯ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৯৬ জন চট্টগ্রাম বিভাগের।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮০২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৪ হাজার ৩৯২ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বাধিক আটজন মারা গেছে গত ১৩ অক্টোবর, ছয়জন মারা গেছে ১৫ অক্টোবর আর গতকাল মারা গেছে সাতজন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৬ জন মারা যাওয়ার মধ্যে ৫১ জন মারা গেছে অক্টোবরের প্রথম ১৮ দিনে। জুন মাসে মারা গেছে একজন, জুলাই মাসে ৯ জন, আগস্ট মাসে ১১ জন এবং সেপ্টেম্বরে ৩৪ জন মারা গেছে।
আরএম-০২