সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৪, ২০২২
০৩:৫৯ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২২
০৪:৫৭ অপরাহ্ন
কুষ্টিয়া থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস জিম্মি করে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় রাজা মিয়া (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) ভোর ৫টার দিকে টাঙ্গাইল সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর এলাকায় অভিযান চালিয়ে রাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতি করার ঘটনা স্বীকার করেছে।
মঙ্গলবার (২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে মধুপুরের রক্তিপাড়া জামে মসজিদের উল্টোপাশে মজিবরের বাড়ির সামনের বালির ঢিবিতে বাস উঠিয়ে দিয়ে ডাকাত দল পালিয়ে যায়।
জানা গেছে, ওই বাসে ডাকাত দল যাত্রী বেশে উঠে প্রথমে গাড়ির নিয়ন্ত্রণ নেয়। এরপরে তারা যাত্রীদের হাত-পা চোখ বেঁধে মারধর ও সম্পদ লুট করে। পরে এক নারীকে ধর্ষণ এবং শেষে পথ পরিবর্তন করে টাঙ্গাইলের মধুপুরের রাস্তার পাশের বালির ডিবিতে বাস আটকে দিয়ে পালিয়ে যায়।
আন্তঃজেলা ডাকাত দলের ওই সদস্যরা টানা তিন ঘণ্টা বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের ওপর এমন তাণ্ডব চালায় বলে জানা গেছে।
কুষ্টিয়ার বড়াইগ্রাম থেকে ঈগল পরিবহনের বাসটি ৩০-৩৫ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মঙ্গলবার যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
বিএ-০১