সিলেট মিরর ডেস্ক
মে ২৯, ২০২২
০২:৫০ অপরাহ্ন
আপডেট : মে ২৯, ২০২২
০২:৫০ অপরাহ্ন
গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজ রবিবারও দেশের পাঁচটি বিভাগের অনেক জায়গায় এবং দুটি বিভাগের কিছু কিছুু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র গতকাল শনিবার এসব তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার (২৯ মে) সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছুু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছুু জায়গায় প্রশমিত হতে পারে।
আরএম-০১