সিলেট মিরর ডেস্ক
মে ১৬, ২০২২
১০:১৫ অপরাহ্ন
আপডেট : মে ১৬, ২০২২
১০:১৫ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৫ দিন করোনায় কেউ মারা যায়নি।
সোমবার (১৬ মে ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০.৭৭ শতাংশ। করোনায় এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৭ জন এবং শনাক্ত হলো ১৯ লাখ ৫৩ হাজার ৪৯ জন। এদিন সুস্থ হয়েছে ২২০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৬৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৭৯২টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৭৯০টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৫৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আরএম-১০