সিলেট মিরর ডেস্ক
মে ১৩, ২০২২
০৭:২৬ অপরাহ্ন
আপডেট : মে ১৩, ২০২২
০৭:৩০ অপরাহ্ন
জামালপুরের সরিষাবাড়ীতে মাথায় সিলিং ফ্যান পড়ে আহত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডা. মুরাদ হাসান।
বৃহস্পতিবার (১২ মে) রাতে উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনার শিকার হন তিনি। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ রাজবংশী।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় দুর্ঘটনার খবর পেয়ে তার নিজ বাড়ি দৌলতপুরে যাই। পরে দেখতে পাই তার কপালের ডানদিকে কেটে গেছে। সেখানে তিনটি সেলাই দেওয়া হয়। তবে তিনি শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ। বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আরএম-০৫