তালিকা হচ্ছে প্রকৃত সাংবাদিকদের

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ৩০, ২০২২
১২:৩১ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ৩০, ২০২২
১২:৩১ পূর্বাহ্ন



তালিকা হচ্ছে প্রকৃত সাংবাদিকদের

প্রকৃত সাংবাদিকদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। তিনি বলেন, সরকারের অনুমতি ছাড়া কেউ আইপি টিভি, নিউজ পোর্টাল তৈরি করতে পারবে না। 

আজ শনিবার (২৯ জানুয়ারি) নোয়াখালী জেলা সিনিয়র তথ্য কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড অবহিতকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সরকারের অনুমতি ছাড়া কেউ আইপি টিভি, বা কোনো নিউজ পোর্টাল তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যমে সরকারবিরোধী প্রচার প্রচারণা চালালে, ভুল তথ্য, ভুল সংবাদ প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে অপসাংবাদিকতা বেড়ে গেছে, তাদের বিষয়েও তথ্য নেয়া হচ্ছে। ডিজিটাল নিউ মিডিয়া সংক্রান্ত আইন প্রক্রিয়াধীন, দ্রুত সময়ের মধ্যে তা পেয়ে যাব।


এএফ/০১