সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০২, ২০২২
০৫:২০ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০২, ২০২২
০৮:০৬ অপরাহ্ন
টলিউডের জিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার করোনা আক্রান্ত চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
বছরের প্রথম দিন টলিউডের ওই সুরকার এবং পরিচালক করোনায় আক্রান্ত হলেন। টুইট করে সে খবর দিয়েছিলেন সৃজিত। এরপর দিনই জানালেন নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর। শনিবার টুইট বার্তায় সৃজিত জানিয়েছেন, ‘কভিডে আক্রান্ত আমি। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কভিড পরীক্ষা করিয়ে নেবেন।’
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে সৃজিত জানিয়েছেন, তার স্ত্রী রফিয়াত রাশিদ মিথিলা এবং মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন। সৃজিত সেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
গত ছয় দিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। তারই প্রভাব পড়েছে টলিউডেও।
আরএম-০৭