সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৫, ২০২১
০৯:৪১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২১
০৯:৪১ অপরাহ্ন
গাজীপুর সিটি করপোরেশনের মেয়রপদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকাল ৪ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর আলমকে সিটি মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে অনেকে মন্ত্রণালয়ে বেশকিছু অভিযোগ করেছেন। সেগুলোর বিষয়ে মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে। নিয়মানুযায়ী কোনো মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেওয়া হলে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার বিধান রয়েছে। আমরা তাকে সাময়িক বরখাস্ত করেছি।’
এএফ/০১