আগামী বছর থেকে দুপুরে পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন শিক্ষামন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৯, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৯, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন



আগামী বছর থেকে দুপুরে পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে পিক আওয়ারে পরীক্ষা না নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সকাল ১০টায় পরীক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী বছর থেকে আমরা চেষ্টা করতে পারি, বিশেষ করে যেদিন সবচাইতে বেশি পরীক্ষার্থী থাকে অর্থাৎ মূল বিষয়গুলো বা আবশ্যিক বিষয়গুলোর যে পরীক্ষা হয় সেদিন পরীক্ষাগুলো আরেকটু পরে শুরু করা যায় কিনা, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব আগামী বছর থেকে।

সড়কে যানজটের কারণে এসএসসি পরীক্ষা শুরুর ১৫ মিনিট পরে কিছু পরীক্ষার্থী কেন্দ্রে এসেছে- সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের কথা ছিল পরীক্ষার হলে সাড়ে ৯টার মধ্যে প্রবেশ করবে। তারপরে যদি কেউ প্রবেশ করে, পরীক্ষা শুরুর ১৫ মিনিট বা আধাঘণ্টা পরে যদি আসে, এখন দেড় ঘণ্টার পরীক্ষা। তাহলে কিন্তু আসলেই একটা সমস্যা। তারপরও আমরা বিষয়টা খতিয়ে দেখব যে, কী করা যায়। কিন্তু যেখানে দেড় ঘণ্টার পরীক্ষা, যদি তিন ঘণ্টার পরীক্ষা হতো তাহলে কেউ এক ঘণ্টা পরে আসতেন, আজকে বিশেষ পরিস্থিতির জন্য না।

তিনি বলেন, এমনিতেও পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে ২-৪ মিনিট পর যদি কেউ আসে কখনও কখনও অ্যালাও করা হয়, তারপরে অ্যালাও করা হয় না। তারপরও বিশেষ পরিস্থিতি আমরা খতিয়ে দেখব।

আরসি-১১