বিনোদন ডেস্ক
                        অক্টোবর ২৯, ২০২১
                        
                        ১২:৩৬ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : অক্টোবর ২৯, ২০২১
                        
                        ১২:৩৬ পূর্বাহ্ন
                             	
                        
            
    মাদক মামলায় অবশেষে জামিন পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে বোম্বে হাইকোর্ট জামিন দেন তাকে।
জেরা দীর্ঘ সময় ধরে চলার কারণে বুধবার আদালত আরিয়ানের জামিনের রায় শোনাতে পারেননি। তাই গতকাল আরিয়ানের মাদককাণ্ড মামলার শুনানির স্থগিত রেখেছিলেন বোম্বে হাইকোর্ট। আজ বিকেলে জামিনের রায় শোনান আদালত।
আরিয়ানের জামিনের বিরোধিতা করে এনসিবির আইনজীবী বলেন, এই মাদক মামলার তদন্ত চলছে। তাই আরিয়ান জেলের বাইরে বের হলে সাক্ষ্য-প্রমাণ লোপাট হতে পারে। এনসিবির পক্ষ থেকে দাবি করা হয়, ইতিমধ্যে পূজা দদলানি (শাহরুখ খানের ব্যবস্থাপক) এই মামলার সাক্ষীদের সঙ্গে দেখা করে তাদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
আরসি-১১