খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২১
০৫:০৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২১
০৫:০৫ পূর্বাহ্ন
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঘাঁটি ভলিবল প্রতিযোগিতা-২০২১ বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে সমাপ্ত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল ৩-১ সেটে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলের সার্জেন্ট আজিজ সেরা খেলোয়াড় বিবেচিত হন।
সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল সাদে উদ্দিন আহমেদ, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক, উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে।
এএন/০১