সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২১
০৪:৫৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২১
০৪:৫৮ অপরাহ্ন
নড়াইলের কালিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পানিতে ডুবে এক ইউপি চেয়ারম্যানসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কালিয়া-বড়দিয়া সড়কের সিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়া উপজেলার ৬ নম্বর খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান রাসেল সুইট (৫০) ও তার সঙ্গী বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের কর্মচারী মো. শওকত সর্দার (৬০)।
তবে এ দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন কালিয়ার টোনা আলিয়া মাদরাসার শিক্ষক মো. ওলিউল্লাহ (৫০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে খান রাসেল সুইটসহ তিনজন কালিয়া উপজেলা শহর থেকে নিজের প্রাইভেটকারযোগে গ্রামের বাড়ি বড়দিয়া আসছিলেন। চেয়ারম্যান খান রাসেল সুইট নিজেই গাড়ি চালাচ্ছিলেন।
পথিমধ্যে সিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের গর্তে ডুবে যায়। গাড়ি থেকে বের হতে না পেরে নিশ্বাস বন্ধ হয়ে মারা যান চেয়ারম্যান খান রাসেল সুইট ও তার সঙ্গী শওকত সরদার।
নিহত ইউপি চেয়ারম্যানের ভাই কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামিমুর রহমান ওছি জানান, বৃহস্পতিবার বাদ জোহর বড়দিয়া মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
বিএ-০৫