নওয়াজউদ্দিনের বিপরীতে বলিউডে জয়া

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৬, ২০২১
০৩:২৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২১
০৩:২৮ পূর্বাহ্ন



নওয়াজউদ্দিনের বিপরীতে বলিউডে জয়া

দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার নাম লেখাচ্ছেন বলিউডে। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সব ঠিক থাকলে আগামী বছরে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে দেখা যাবে তাকে। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়।

পরিচালক জানান, আগামী বছরের পুজোর আগেই তিনি শুটিং শেষ করবেন তার প্রথম রাজনৈতিক ওয়েব সিরিজের। সিরিজটি ১৯৬৭-র নকশালবাড়ি আন্দোলনের পটভূমিকে কেন্দ্র করে।। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় তৈরি হবে।

সিরিজে চারু মজুমদারের চরিত্রে থাকবেন নওয়াজ আর জয়া থাকবেন লীলা মজুমদারের ভূমিকায়।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তিনটি পর্ব হবে সিরিজটির। প্রথম পর্বে ১৯৪৭-১৯৭২ সময়কাল দ্বিতীয় পর্বে ১৯৭২-১৯৯০ সাল এবং শেষ পর্বে থাকবে তার পরের সময় থেকে বর্তমান প্রেক্ষাপট।

বিএ-১৬