সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২১
০৩:২৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২১
০৩:২৮ পূর্বাহ্ন
দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার নাম লেখাচ্ছেন বলিউডে। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সব ঠিক থাকলে আগামী বছরে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে দেখা যাবে তাকে। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়।
পরিচালক জানান, আগামী বছরের পুজোর আগেই তিনি শুটিং শেষ করবেন তার প্রথম রাজনৈতিক ওয়েব সিরিজের। সিরিজটি ১৯৬৭-র নকশালবাড়ি আন্দোলনের পটভূমিকে কেন্দ্র করে।। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় তৈরি হবে।
সিরিজে চারু মজুমদারের চরিত্রে থাকবেন নওয়াজ আর জয়া থাকবেন লীলা মজুমদারের ভূমিকায়।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তিনটি পর্ব হবে সিরিজটির। প্রথম পর্বে ১৯৪৭-১৯৭২ সময়কাল দ্বিতীয় পর্বে ১৯৭২-১৯৯০ সাল এবং শেষ পর্বে থাকবে তার পরের সময় থেকে বর্তমান প্রেক্ষাপট।
বিএ-১৬