সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৫, ২০২১
০৯:১৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২১
০৯:১৫ অপরাহ্ন
নিউ ইয়র্কের দায়িত্ব নিলেন প্রথম নারী গভর্নর ক্যাথি হোচুল। মঙ্গলবার মধ্যরাতে তিনি শপথ গ্রহণ করেছেন। বুধবার সকালে শপথ হওয়ার কথা থাকলেও আইনগত কারণে মঙ্গলবার মধ্যরাতেই ক্ষমতা গ্রহণ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের ২৪৫ বছরের ইতিহাসে প্রথম নারী গভর্নর হিসেবে নিউইয়র্কের দায়িত্ব নিলেন ক্যাথি। তিনি নিউ ইয়র্কের ৫৭তম গভর্নর।
দায়িত্ব নেওয়ার সময় তিনি নিউ ইয়র্কের রাজনৈতিক সংস্কৃতিতে বদল আনার প্রতিশ্রুতি দিয়েছেন। যাতে নিউ ইয়র্কের বাসিন্দারা “পুনরায় তাদের সরকারকে বিশ্বাস করতে পারে”।
তিনি বলেন, “আমি চাই জনগণ পুনরায় তাদের সরকারকে বিশ্বাস করুক”।
এর আগের গভর্নর অ্যান্ড্রু কুমো যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন। সোমবার গভীর রাতে নিউইয়র্ক স্টেট এসেম্বলি ও সিনেট নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দেন অ্যান্ড্রু কুমো।
বি এন-০৮