কোম্পানীগঞ্জে প্রস্তাবিত হাইওয়ে থানার জমি পরিদর্শন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৫, ২০২১
০২:০৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২১
০২:০৪ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে প্রস্তাবিত হাইওয়ে থানার জমি পরিদর্শন

সিলেটের কোম্পানীগঞ্জে প্রস্তাবিত হাইওয়ে থানার জমি পরিদর্শন করেছেন অতিরিক্ত আইজি ও হাইওয়ে পুলিশের প্রধান মল্লিক ফখরুল ইসলাম।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বর্ণি এলাকায় থানা স্থাপনের জন্য জমি পরিদর্শনে যান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন, হাইওয়ে পুলিশের সিলেট জোনের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (হাইওয়ে পুলিশ) মাসুদ আহমদ, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান চৌধুরী, দক্ষিণ রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, দৈনিক যায়যায়দিন'র প্রতিনিধি তারিকুল ইসলাম, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এখলাছ আলী, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আজির উদ্দিন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুল মতলিব, ইউপি সদস্য আব্দুল খালিক, রইছ মিয়া ও সোহেল আহমদ।

উল্লেখ্য, সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের বর্ণী নামক স্থানে হাইওয়ে পুলিশ স্টেশন স্থাপনের জন্যে জমি নির্ধারিত হয়। গত ২ জুন জমি পরিদর্শনে যান হাইওয়ে পুলিশ সিলেট জোনের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চূড়ান্ত পরিদর্শনে যান পুলিশের অতিরিক্ত আইজি ও হাইওয়ে পুলিশ প্রধান মল্লিক ফখরুল ইসলাম।

এ সময় হাইওয়ে পুলিশ স্টেশনের নাম 'বর্ণি হাইওয়ে থানা' নামকরণ করার জন্য প্রস্তাব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন। থানা নামকরণের প্রস্তাবের বিষয়ে সিলেট জেলার পুলিশ সুপার ও হাইওয়ে পুলিশ সুপার সিলেটকে দায়িত্ব দিয়েছেন বলে জানান অতিরিক্ত আইজি ও হাইওয়ে পুলিশ প্রধান মল্লিক ফখরুল ইসলাম।


এমকে/আরআর-০৮