সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৭, ২০২১
০৮:৫৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২১
০৮:৫৭ অপরাহ্ন
সাদিকা পারভীন পপি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। এখনো তার সৌন্দর্য আর লাস্যময়তা দর্শককে মুগ্ধ করে। তাই তো করোনাকালের আগেও তিনি বেশ কিছু নতুন সিনেমায় প্রধান চরিত্রে কাজের সুযোগ পান। করোনাকালের শুরুর দিকে তিনি শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতার পরিচয়ও দিয়েছেন চমৎকারভাবে। নিজ হাতে দুস্থ মানুষকে খাবার ও অর্থ বিতরণ করেছেন।
এই কাজ করতে গিয়েই পপি করোনা আক্রান্তও হয়েছিলেন। সেই পপিকে আর খুঁজে পাওয়া যায়নি গত এক বছরের বেশি সময়। তার সব ফোন নম্বর বন্ধ। শোবিজের কেউই তার কোনো খবর জানেন না। জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী পপির প্রথম সিনেমা ‘কুলি’র নায়কই নন, কাজিন মৌসুমীর স্বামীও। শ্যালিকার বর্তমান অবস্থা নিয়ে ওমর সানী বললেন, ‘আমি তার বিষয়ে অনেক দিন কোনো খবর জানি না।’
একই কথা পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানেরও। জ্যেষ্ঠ চিত্রনায়িকা অঞ্জনা বলেন, ‘আমি পপিকে অনেকবার ফোন করেছি। তার নম্বর আর ব্যবহৃত হয় না বলে জেনেছি। এরপর শিল্পী সমিতিতেও কথা বলেছি। তারাও কোনো খবর পাচ্ছে না। পপির বিয়ে, সংসার, সন্তানসম্ভবা এসব খবর সবার মতো আমিও শুধু শুনেছি। কিন্তু কোনো নির্ভরযোগ্য সূত্রে তার প্রমাণ পাইনি।’
রাজু আলিম বলেন, ‘আমার পরিচালিত ভালোবাসার প্রজাপতি সিনেমার নায়িকা পপি। তিনি দেশের অন্তত সফল একজন নায়িকা। একটা মানুষ যখন এই পর্যায়ে অবস্থান করেন, তখন তার দায়িত্ববোধ কিন্তু অনেকখানি। কারণ তার কাছে দেশের মানুষের অনেক প্রত্যাশা। বিশেষ করে পরীমণিকান্ডে শোবিজের যে নাজেহাল অবস্থা এমন পরিস্থিতি তার মতো শীর্ষ নায়িকার এভাবে আড়ালে থাকাটা কোনোভাবেই কাম্য নয়।’
পপি নিখোঁজ হওয়ার পর তাকে নিয়ে ঢালিউডে অনেক রসালো গল্প শোনা গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমিও সবার মতো গল্পগুলো শুধু শুনেছি। এর সত্যতা কতটুকু তা কেউ জানে না। তার বাবা-মাও মেয়ের বিয়ের ব্যাপারে কিছুই জানেন না বলে আমাকে জানিয়েছেন। পপিরই উচিত, জাতির কাছে নিজের অবস্থান প্রকাশ করা।’
বিএ-০১