সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৫, ২০২১
০১:৩২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২১
০১:৩২ পূর্বাহ্ন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইমাম পরিবহনের ময়মনসিংহগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। এ সময় বাসের অন্তত ২০ যাত্রী আহত জন।
তাদের উদ্ধার করে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও কয়েকজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন। তবে তিনি তৎক্ষণাৎ হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি।
বিএ-০৯