সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৭, ২০২১
০২:০১ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২১
০২:০১ অপরাহ্ন
দিলীপ কুমার মারা গেছেন
বর্ষীয়ান ভারতীয় অভিনেতা দিলীপ কুমার আজ সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৮ বছর।
টাইমস অব ইন্ডিয়াকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দিলীপ কুমারের চিকিৎসার তত্বাবধানে থাকা চিকিৎসক মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের পালমোনোলোজিস্ট ডা. জলিল পার্কার।
দিলিপ কুমারের ভেরিফায়েড টুইটার পেইজ থেকে সকাল ৮টার কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
ছয় দশকের ক্য্যারিয়ারে তিনি ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর স্ত্রী মুম্বাই চলচ্চিত্রের আরেক অভিনেত্রী সায়রা বানু।
বিএ-০২