ইয়ান সোমে দম বন্ধ হয়ে আসছিল স্পেন কোচের

খেলা ডেস্ক


জুলাই ০৫, ২০২১
০১:০২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২১
০১:০২ পূর্বাহ্ন



ইয়ান সোমে দম বন্ধ হয়ে আসছিল স্পেন কোচের
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০


অতিরিক্ত সময়েই আটটি সেভ। সবমিলিয়ে দশবার দলকে নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা করেন সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোমের। কিন্তু শেষ রক্ষা হয়নি। শুক্রবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে সুইসদের। শ্যুট আউটেও দু’টি সেভ করেন সোমের। তা সত্ত্বেও ‘ট্র্যাজিক হিরো’ থেকে গিয়েছেন তিনি। শেষ পেনাল্টি শটের পর হাফ ছেড়ে বেঁচেছেন স্পেনের কোচ লুইস এনরিকে। তিনি বলেন, ‘ম্যাচের পর ফুটবলারদের বলেছি, একদম রিল্যাক্স করো। মুহূর্তটা উপভোগ করো। অত্যন্ত কঠিন একটা লড়াই জিতেছ তোমরা। পোস্টের নীচে সোমের যেন প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিল। ওকে টপকে গোল করা একপ্রকার অসাধ্য হয়ে দাঁড়ায়। আশঙ্কায় ছিলাম, এমন চলতে থাকলে শেষ পর্যন্ত কী হবে! প্রায় দম বন্ধ হয়ে আসছিল। তবে শেষটা মধুর হওয়ায় আমি খুশি।’ শেষ আটে উঠতে না পারলেও নায়কের সম্মানই পেয়েছেন সুইস গোলরক্ষক ইয়ান সোমের। 

আগের ম্যাচে প্রি-কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেও টাইব্রেকারে কিলিয়ান এমবাপের শট আটকে দিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন সোমের। সুইজারল্যান্ডের অধিনায়ক জেরদান শাকিরি বলেন, ‘টাইব্রেকার মানেই ভাগ্যের ব্যাপার। দু’টি দলের কাছেই ৫০-৫০ জয়ের সুযোগ থাকে। আমরা ভাগ্যের কাছেই হেরেছি। তবে খারাপ লাগছে নির্ধারিত সময়ে আমার গোল কোনও কাজে এল না।’

এএন/০৬