খেলা ডেস্ক
জুন ২৮, ২০২১
১০:১৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২১
১০:২০ পূর্বাহ্ন
কোপা আমেরিকা থেকে এবার প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে ভেনেজুয়েলা। ব্রাজিল আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলেছিল। কিন্তু আজকের ম্যাচ দুটির ওপর বাকি তিন দলেরই ভাগ্য দুলছিল। এমন ম্যাচে অবশ্য সমীকরণ নিয়ে মাথা খুব বেশি ঘামাতে দেয়নি ভেনেজুয়েলা। পেরুর বিপক্ষে ১–০ ব্যবধানে হেরে নিজেদের বিদায় নিশ্চিত করেছে লাতিন আমেরিকায় সবচেয়ে পিছিয়ে থাকা দলটি।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য অবস্থায়। তখন হাসি নিয়েই মাঠ ছেড়েছিল ভেনেজুয়েলা। সমীকরণ ছিল এমন, সমান ২ পয়েন্ট নিয়ে দুইদিকে ম্যাচ খেলতে নামা ভেনেজুয়েলাকে ইকুয়েডরের চেয়ে ভালো ফল পেতেই হবে। গোল ব্যবধানে যে পিছিয়ে ছিল ভেনেজুয়েলা। নিজেরা একদিকে ড্র করছে পেরুর সঙ্গে, ওদিকে ব্রাজিলকে রুখে পিছিয়ে পড়েছিল ইকুয়েডর।
ভেনেজুয়েলা ও ইকুয়েডর ম্যাচ জিতলে তাদের পয়েন্ট ৫ হয়ে যেত। ওদিকে পেরুর সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে ছিল কলম্বিয়াই। তখন বিদায় নিত পেরু।
এএন/০৪