সিলেট মিরর ডেস্ক
                        জুন ২২, ২০২১
                        
                        ০৩:৪১ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জুন ২২, ২০২১
                        
                        ০৩:৪১ পূর্বাহ্ন
                             	
                        
            
    সোশ্যাল মিডিয়ায় গেল কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবন নিয়ে দারুণ সব খবরের রসদ জুগিয়ে আসছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। নানা ছবি ও পোস্টের মাধ্যমে অনুসারীদের বিভ্রান্ত করেছেন সকাল-বিকেল। গত ২৪ মে মধ্যরাতে চূড়ান্ত ঘোষণা দেন অপুর সঙ্গে সংসারজীবন বিচ্ছেদের। প্রথম বিচ্ছেদের এক মাসের মাথায় মাহির দ্বিতীয় বিয়ে নিয়ে টালমাটাল ফেইসবুক টাইমলাইন। ঢালিউডের এই অগ্নিকন্যার সঙ্গে এক তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারের বিয়ের খবর সামনে এসেছে। গাজীপুরের প্রভাবশালী পরিবারের সদস্য তিনি। ঠিক এমন সময়ে তুরুপের তাস ফেললেন মাহিয়া মাহি। আবারও ফেইসবুকে ব্যবহার করলেন ‘অপু আবেগ’। যেমনটা করেছেন বিচ্ছেদ ঘোষণার আগে ও পরে। 
রবিবার বিকেলে প্রাক্তনের সঙ্গে ছবি দিয়ে মাহি লিখেছেন, ‘তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না। আমি তো তোমার দিকেই চেয়ে থাকি, চোখ তো অন্যদিকে যায় না!’
নতুন বিয়ে নিয়ে গণমাধ্যমকে মাহি বলেন, ‘না। বিয়ে হয়নি। আমরা বন্ধু। শুধু বন্ধু না, আমরা অনেক অনেক ভালো বন্ধু। তার মতো আমার ১০০টা ফ্রেন্ড আছে। যাদের সঙ্গে আমার অসংখ্য ছবি আছে। তাদের সঙ্গেও কি আমার প্রেম? বিয়ে!’
সমালোচকরা বলছেন, যা রটে তা কিছু না কিছু বটে। রাকিব সরকার ও মাহিয়া মাহি বন্ধু বটে, তবে অপুর সঙ্গে বিচ্ছেদের আগে বা পরে বন্ধুত্ব গড়িয়েছে প্রণয়ে। তারই সফল পরিণতি হতে পারে বিয়ের মধ্য দিয়ে। তবে এর কিছুই প্রকাশ করা যাচ্ছে না এখন। কারণ, অপুর সঙ্গে মাহির আইনি বিচ্ছেদ কার্যকরের জন্য ন্যূনতম তিন মাস তো সময় লাগবে! ২০১৬ সালের ২৪ মে হুট করে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। এরপর শ্যুটিং স্পটসহ নানা জায়গায় প্রাণবন্ত উপস্থিতি ছিল অপু ও মাহির। গত ২৪ মে তাদের পঞ্চম বিয়েবার্ষিকীর আগমুহূর্তে মাহি জানান, একসঙ্গে আর থাকছেন না তারা। ওই দিনই তারা বিচ্ছেদপত্রে স্বাক্ষর করেন।
বিএ-০৯